ইরাকে চাকরির প্রলোভন দেখিয়ে দুবাইয়ে আটকে মুক্তিপণ দাবি

রাজবাড়ী প্রতিনিধি
০৩ জুন ২০২৪, ১৬:০১
শেয়ার :
ইরাকে চাকরির প্রলোভন দেখিয়ে দুবাইয়ে আটকে মুক্তিপণ দাবি

ইরাকে পাঠানোর নাম করে দুবাইয়ে নিয়ে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করায় রাজবাড়ী মানবপাচার অপরাধ ট্রাইব্যুনাল আদালতে ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা গ্রামের মৃত খালেক খার স্ত্রী আকলিমা মামলাটি দায়ের করেন। 

মামলায় আসামিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আইয়ুব সেখের স্ত্রী লাইলী বেগম (৪৭) ও লাইলী বেগমের আত্মীয় মৃত গেজন সরদারের ছেলে মো. আফসার (৫০)।

মামলার বাদী আকলিমা বলেন, ‘আমার ছেলে আক্কাস আলী বেকার থাকার কারণে বিদেশ পাঠাতে চেয়েছিলাম। লাইলী বেগমের স্বামী আইয়ুব শেখ ইরাকে থাকেন। এ কারণে তাদের কথায় বিশ্বাস করে দেড় লাখ টাকা বেতনে ৬ লাখ টাকার চুক্তিতে আক্কাস ইরাকে পাঠাতে রাজি হই। এরপর এনজিও থেকে ঋণ ও বিভিন্ন লোকের কাছ থেকে ধার করে ২০২৩ সালের ১০ অক্টোবর ৬ লাখ টাকা লাইলীর হাতে দিই। পরে গত ১ জানুয়ারি আমার ছেলেকে ইরাকের ভিসার কথা বলে ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে যান লাইলী ও আফসার। কিন্তু ইরাকে না পাঠিয়ে ওইদিন আক্কাসকে দুবাই পাঠিয়ে দেন তারা। এরপর আক্কাসকে দুবাইয়ে আটকে রেখে তারা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ছেলের প্রাণনাশের আশঙ্কায় গত ৩১ মে আমি ৪০ হাজার টাকা পাঠাতে বাধ্য হই। লাইলী ও আফসার ৬ লাখ টাকা নেওয়ার পরও আমার ছেলেকে দুবাইয়ে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করছে। ’

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মো. মাহবুব রহমান বলেন, ‘মানবপাচার মামলাটি আমলে নিয়ে বিচারক মো. সাব্বির ফয়েজ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত পূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন। ’