কানাডায় চিরকুট, অস্ট্রেলিয়ায় জলের গান

বিনোদন প্রতিবেদক
০৩ জুন ২০২৪, ১৫:০০
শেয়ার :
কানাডায় চিরকুট, অস্ট্রেলিয়ায় জলের গান

‘চিরকুট’ ও ‘জলের গান’ মানেই তারুণ্যের উচ্ছ্বাস। নিজস্ব গায়কীতে ব্যান্ড দলগুলো শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। দেশ-বিদেশে ছড়িয়ে আছে তাদের অসংখ্য ভক্ত-শ্রোতা। আর শ্রোতাদের মন জয় করতে চিরকুট ও জলের গানও ছুটে যাচ্ছে বিভিন্ন স্টেজ শোতে।

তারই ধারাবাহিকতায় এবার কানাডায় কনসার্ট করতে যাচ্ছে চিরকুট ব্যান্ড। ‘বাংলাদেশে স্ট্রিট ফেস্টিভ্যাল’ শিরোনামের একটি উৎসবে গান গাইবেন তারা। তাদের প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী মাসের ১ তারিখ। বার্চমাউন্ট প্লাজায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এটি অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় কনসার্ট দ্য সিটি অব ক্যালগারিতে।

এদিকে, প্রথমবারের মতো অস্ট্রেলিয়া মাতাতে যাচ্ছে জলের গান। আগামী ৫ জুলাই দেশটির রাজধানী ক্যানবেরার চার্লসওয়ার্থ থিয়েট্রেটে প্রথম শো করবেন তারা। পরদিন দলটি অংশ নেবে সিডনির হার্স্টভিলের মারানা অডিটোরিয়ামে। এই দুই শহর ছাড়াও মেলবোর্ন ও অ্যাডিলেডে শো করার কথা রয়েছে তাদের। আর গতকাল রবিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে গানের এই দলটি।

অস্ট্রেলিয়া সফর নিয়ে জলের গানের দলনেতা রাহুল আনন্দ বলেন, ‘বেশ কয়েকটি দেশে শো করার সুবাদে বুঝেছি, দেশের গণ্ডি পেরিয়ে ভিন্ন ভূখণ্ডে অবস্থান করলেও প্রবাসীদের বাংলা গানের তৃষ্ণা এতটুকু কমেনি। তাই অতীত অভিজ্ঞতা থেকে আশা করছি, অস্ট্রেলিয়ার বাংলা ভাষাভাষী দর্শক-শ্রোতার কাছে আমাদের গানগুলো সমাদর পাবে।’