লাগেজ থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
০২ জুন ২০২৪, ২৩:৪৬
শেয়ার :
লাগেজ থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

ময়মনসিংহের সুতিয়া নদীর ওপর নির্মিত ব্রিজের নিচে লাগেজ থেকে উদ্ধার হওয়া সেই মরদেহের পরিচয় মিলেছে। খণ্ডিত ওই মরদেহ ওমর ফারুক সৌরভ (২৪) নামের এক যুবকের। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের ইউসুফ আলী আকন্দের ছেলে। ইউসুফ ডাক বিভাগের কর্মচারী বলে জানা গেছে।

সৌরভ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গুলশান শাখার শিক্ষার্থী ছিলেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন।

সৌরভ পরিবারের সঙ্গে ঢাকার উত্তরা এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বোরহান উদ্দিন।

এর আগে, এদিন সকালে ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলার সীমান্তবর্তী মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদী থেকে এক অজ্ঞাত তরুণের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মনতলায় সুতিয়া নদীর ব্রিজের নিজ থেকে কালো রঙয়ের একটি ট্রলি লাগেজ থেকে মরদেহের তিন খণ্ড এবং পাশেই একটি বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এরপর প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন। 

ওসি আরও জানান, খুন হওয়া তরুণের নাম সৌরভ। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মাইগবাজ ইউনিয়নের তারাটি গ্রামে বাসিন্দা ও ডাক বিভাগের কর্মচারী মো. ইউসুফের ছেলে।