১৩ দিনেও জ্ঞান ফেরেনি সীমানার, অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক
০২ জুন ২০২৪, ১৮:৪০
শেয়ার :
১৩ দিনেও জ্ঞান ফেরেনি সীমানার, অবস্থার অবনতি

গেল ১৩ দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রী রিশতা লাবনী সীমানার। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এই অভিনেত্রীকে। আজ রবিবার কর্তব্যরত চিকিৎসক সীমানার পরিবারকে জানায়, অভিনেত্রীর শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী।

তিনি বলেন, ‘সকালে চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন, আপুর অবস্থার আরও অবনতি হয়েছে। ব্রেনের একটা সিটিস্ক্যান করতে বলেছেন। এই পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই তারা আমাদের পরবর্তী করণীয় কী, জানাবেন। তবে যা বুঝতেছি, পরিস্থিতি মোটেও ভালো কিছু নয়। আমরা আল্লাহর ওপর ভরসা করে আছি। অলৌকিক যদি কিছু ঘটে, তাহলে হয়তো আপু সুস্থ হয়ে উঠবেন।’

সবার কাছে বোনের জন্য দোয়া চেয়েছেন এজাজ। বলেন, ‘আপুর এ অবস্থার কারণে আমাদের বাসার কারও মন ভালো নেই। আব্বু-আম্মু খুবই ভেঙে পড়েছেন। বড় ছেলেটা খুব কান্নাকাটি করছে।’

এর আগে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গেল ২০ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। ওদিন রাতেই দ্রুত তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয় ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। ২৭ মে এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়।

আর গেল বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সীমানার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হচ্ছে। শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন সীমানা। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন সিনেমাতেও। নির্মাতা তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’-এ প্রথম অভিনয় করেন তিনি। সবশেষ গেল বছর ‘রোশনী’ নামের একটি সিনেমায় কাজ করেছেন সীমানা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।