ভারতে তীব্র গরমে ৮৫ জনের মৃত্যু
ভারতজুড়ে তীব্র গরমে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির উড়িষ্যা, বিহার, পাটনা ও উত্তর প্রদেশে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিহার রাজ্যের অরঙ্গাবাদ জেলায় সর্বোচ্চ মারা গেছেন ১৯ জন। সেখানে তাপমাত্রা উঠেছিল ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভারতের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা বলেন, চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওড়িশ্যার মানুষ। রাজ্যটিতে গত কয়েকদিন আগে থেকে বাতাসের আদ্রতা উল্লেখযোগ্যহারে কমে গেছে। সেখানে তাপমাত্রার পারদ গিয়ে ঠেকে ৫০ ডিগ্রিতে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তীব্র তাপপ্রবাহে বিভিন্ন রাজ্যেই মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের (১১৩ ডিগ্রি ফারেনহাইট) বেশি রেকর্ড হয়েছে এর আগে গত বুধবার দিল্লির মুঙ্গেশপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস