প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার সীমান্তবর্তী চট্টগ্রাম জেলার ফটিকছড়ির কাঞ্চননগরে প্রতিপক্ষের গুলিতে এক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের ছাইল্লাচ্চে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ির মানিকছড়ি থানা ও চট্টগ্রামের ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউপিডিএফ কর্মী নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের ছাইল্লাচ্চে এলাকায় রেদাশে মারমা নামের এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করেন ইউপিডিএফ গণতান্ত্রিকের ইউনিটের সমন্বয়ক রবিন চাকমার নেতৃত্বাধীন একটি সশস্ত্র দল। এ সময় নিহত রেদাশে মারমার মা গুরুতর আহত হন। রেদাশে মারমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী ছিলেন।
মানিকছড়ি থানার ওসি মো. ইকবাল উদ্দিন বলেন, এলাকাটি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে পড়েছে।
অপরদিকে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানান, নিহত রেদাশে মারমার বাড়ি ফটিকছড়িতে পড়লেও হত্যার ঘটনা ঘটেছে মানিকছড়ি থানা এলাকায়। এলাকাবাসী মরদেহ পুলিশকে না দিয়ে তাদের নিয়ম অনুযায়ী পুড়িয়ে ফেলেছে।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন।
তিনি অভিযোগ করেন, হামলায় রেদাশে মারমার মা গুরুতর আহত হয়েছেন। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।