ভারতে শেষ দফার ভোটগ্রহণে হিটস্ট্রোকে ৩৩ নির্বাচন কর্মীর মৃত্যু
ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণে উত্তর প্রদেশে তীব্র গরমে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
তীব্র তাপপ্রবাহে বিভিন্ন রাজ্যেই মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের (১১৩ ডিগ্রি ফারেনহাইট) বেশি রেকর্ড হয়েছে। রাজধানী দিল্লিতে সর্বোচ্চ ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও উঠেছিল।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উত্তর প্রদেশের ঝাঁনসিতে তাপমাত্রা ৪৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (১১৬ ফারেনহাইট) রেকর্ড হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
উত্তর প্রদেশের প্রধান নির্বাচন কর্মকর্তা নভদীপ রিনওয়া জানিয়েছেন, সেখানে ৩৩ জন পোলিং স্টাফ প্রচণ্ড গরমের কারণে মারা গেছেন। তিনি জানান, নিহতদের পরিবারকে ১৫ লাখ রুপি সহায়তা প্রদান করা হবে।
এর আগে বিহারে তীব্র গরমে ২ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস