ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৪, ২৩:১০
শেয়ার :
ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৭

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে জহির স্টিল অ্যান্ড রুলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭)।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত তিন জনকে ঢাকা মেডিকেলে এবং বাকি চার জনকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। ঘটনাটি ডেমরা থানায় জানানো হয়েছে।