নকল প্রেগনেন্সি স্ট্রিপ ও কনডম রিপ্যাকিং কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৪, ২২:৫৮
শেয়ার :
নকল প্রেগনেন্সি স্ট্রিপ ও কনডম রিপ্যাকিং কারখানায় অভিযান

রাজধানীর বাবু বাজার মিডফোর্ড এলাকায় আবদুল আলিম মার্কেটে নকল প্রেগনেন্সি স্ট্রিপ ও কনডম রিপ্যাকিং কারখানায় অভিযান চালানো হয়েছে। এ সময় কারখানার মালিক মানিক চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে, জব্দ করা হয়েছে আনুমানিক ২০ লাখ টাকার নকল স্ট্রিপ।

ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. ইউসুফের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই অভিযান।

এছাড়া মেট্রো মেডিসিন মার্কেটে (সাবেক রহিম মার্কেট) অভিযান পরিচালনা করে নাঈম ফার্মেসি থেকে ২৯ প্রকার নিবন্ধনহীন নকল ঔষধ, শাকিল ব্রাদার্স থেকে ১৭ প্রকার নিবন্ধনহীন নকল ঔষধ, সাহরা ড্রাগস থেকে ৪৬ প্রকার নিবন্ধনহীন নকলঔষধ, রাজীব এন্টারপ্রাইজ থেকে ১৭ প্রকার নিবন্ধনহীন নকলঔষধ, আল আকসা মেডিসিন থেকে ১১ প্রকার নিবন্ধনহীন ঔষধ, আলাউদ্দিন মেডিসিন থেকে ১৭ প্রকার নিবন্ধনহীন ঔষধ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। উক্ত ৬টি দোকানের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঔষধ প্রশাসনের পরিচালক (প্রশাসন) মো. আশরাফ হোসেন ও পরিচালক মো. সফিকুল ইসলাম এবং ডিবি লালবাগের এসি মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।