বরুড়া প্রেসক্লাবের সভাপতি হাসেম, সম্পাদক ইলিয়াছ
কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হাসেম (দৈনিক ইনকিলাব) ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আহমদ (দৈনিক আমাদের সময়) পুনরায় নির্বাচিত হয়েছেন। আজ শনিবার স্থানীয় একটি হোটেলে সকল সদস্যদের নিয়ে আলোচনা সাপেক্ষে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি মো. কামরুজ্জামান জনি (সম্পাদক, দৈনিক মুক্তির লড়াই), সাংগঠনিক সম্পাদক মো. মহসিন (দৈনিক আজকের সংবাদ), অর্থ সম্পাদক মো. আবদুস সালাম (দৈনিক আজকালের খবর), দপ্তর সম্পাদক এমডি আজিজুর রহমান (দৈনিক মানবকন্ঠ), প্রচার সম্পাদক মো. ছফি উল্লাহ (দৈনিক একুশের বানী), কার্যকরী কমিটির সদস্য মো. শাহ আলম সফি (দৈনিক ময়নামতি) ও তাজুল ইসলাম (দৈনিক জবাবদিহি)।
এ সময় প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।