পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেছি: রিচি
টিভি নাটকের জনপ্রিয় মুখ রিচি সোলায়মান। একক নাটকের পাশাপাশি কাজ করেছেন ধারাবাহিকেও। একটা সময় অভিনয়ে ভীষণ ব্যস্ত ছিলেন। তবে হঠাৎ করেই অভিনয় কমিয়ে দেন। পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। আর তাই গেল ৮ বছর অভিনয়ে পাওয়া যায়নি এই অভিনেত্রীকে। দীর্ঘ বিরতির পর রিচি ফিরছেন ওয়েব ফিল্ম ‘গিরগিটি’ দিয়ে। ইতিমধ্যেই এর শুটিং শেষে করেছেন তিনি।
অভিনয় থেকে দূরে থাকার কারণ প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, ‘৮ বছর অভিনয় থেকে দূরে ছিলাম। মূল কারণ- আমার দুই সন্তান। ওদের সময় দিয়েছি, ওদের বড় করেছি। সন্তানদের প্রাধান্য আমার কাছে আগে। এখন আমার সন্তানরা নিজেদের পড়ালেখা নিজেরাই করতে পারে। তাই অভিনয়ে ফিরলাম।’
অভিনয়ে ফেরার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘কাজে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে। ফেরাটা সত্যিই আনন্দের- বলে বোঝানো যাবে না। আমি অনেক খুশি। দর্শকদের সামনে আসছি এটা অনেক আনন্দের। অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রায়ই প্রশ্ন করতেন কবে অভিনয়ে ফিরব। আমার ছেলেও বলত, “মা, তুমি আবার রিচি সোলায়মান হয়ে যাও।” সবাইকে একটা কথাই বলতাম, ফেরার মতো কাজ পেলে অবশ্যই ফিরব।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘দারুণ কিছু নিয়ে ফিরতে চেয়েছিলাম, সেটাই হয়েছে। তবে আগের মতো এখন খুব বেশি কাজ করা হবে না। ভালো কাজের সঙ্গে থাকতে চাই। আমি মনে করি, ভালো কাজ একজন শিল্পীকে অনেকদিন বাঁচিয়ে রাখে।’
‘গিরগিটি’র প্রসঙ্গে রিচি বলেন, ‘ওয়েব ফিল্মটি নারী প্রধান গল্পের। সে কারণেই কাজটি পছন্দ হয়েছে। গল্পটি এগিয়ে যাবে দুজন মেয়েকে নিয়ে। মজার বিষয় হচ্ছে, এবারই প্রথম পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি। আর এর জন্য ৩-৪ মাস ধরে প্রস্তুতি নিয়েছি। অনেক ভেবেছি, বিভিন্ন পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেছি, তাদের কাজ দেখেছি। এভাবেই নিজেকে প্রস্তুত করেছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
রিচি সোলায়মান জানান, ‘গিরগিটি’র জন্য কলকাতায় ৮-১০ দিন শুটিং করেছেন তিনি।
‘গিরগিটি’ ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন বিজয়া জানা। প্রযোজনায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’