নেপালের পথে ডিবি ও এনসিবির প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
০১ জুন ২০২৪, ০৯:২৬
শেয়ার :
নেপালের পথে ডিবি ও এনসিবির প্রতিনিধি দল

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে কলকাতার পর এবার নেপাল গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্তকারী দল। প্রতিনিধি দলে হারুন ছাড়াও ডিবির দুজন কর্মকর্তা এবং পুলিশ সদরদপ্তরের এনসিবির একজন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। 

আজ শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তারা নেপালের উদ্দেশ্যে রওনা হন। তবে তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবির হারুন। এসময় তিনি বলেন, ‘শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছে বলে শুনেছি। এ ছাড়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিরাও নেপালে যাওয়ার সম্ভাবনা আছে। সবদিক বিবেচনা করে নেপাল যাচ্ছি।’

তিনি বলেন, ‘ইন্টারপোলকে ইতোমধ্যে চি‌ঠি দেয়া হয়েছে। কাঠমান্ডু পু‌লি‌শের স‌ঙ্গে তথ্য আদানপ্রদান চলছে।’ 

তিনি আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো ক্রস চেক করতে নেপাল যাচ্ছি।’

অনেক আসামি কাঠমান্ডুকে রুট হিসেবে ব্যবহার করে বলে জানান তিনি। ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে নেপালে যেন ঠাঁই না পায় সে ব্যাপারেও দেশটির পুলিশের সহযোগিতা চাইবেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এমপি আনার খুনের তদন্ত কাজ শেষ করে গত ৩০ মে দুপুরে কলকাতা থেকে দেশে ফেরেন ডিবির প্রতিনিধিদল।  

দুই দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার তথ্যমতে গত ১৩ মে আনারকে কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন করা হয়। তার দেহ টুকরা টুকরা করে গুম করা হয়।