আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ৮টায় মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৪- এর উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এরপর বিকেল ৪টায় স্বামীবাগ লোকনাথ মন্দিরে তিরোধান দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পরিবেশমন্ত্রীর কর্মসূচি
২য় ঢাকা নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন শীর্ষক আলোচনা সভা’ এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৩ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হবে।
স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি
গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে এনআইএলজিতে এ কর্মসূচি শুরু হবে।
প্রাণিসম্পদমন্ত্রীর কর্মসূচি
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ পালন এবং ৫০ জন ডেইরি আইকনের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।বেলা ১১টায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হবে।
মির্জা ফখরুলের কর্মসূচি
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা আব্বাসের কর্মসূচি
দুপুর ১২টায় শ্যামপুর লাল মসজিদ সংলগ্ন এরপর সাড়ে ১২টায় যাত্রাবাড়ীর নবীনগর গেটে অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
নাগরিক ঐক্যের কর্মসূচি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা করবে নাগরিক ঐক্য। বিকেল ৩টায় ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপি-গণতন্ত্র মঞ্চ ও অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ।