প্রেমিকাকে ফোন কলে রেখে যুবকের আত্মহত্যা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
৩১ মে ২০২৪, ২১:৫৭
শেয়ার :
প্রেমিকাকে ফোন কলে রেখে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রেমিকার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম খা (২০) নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দত্তপাড়া গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেন সাইফুল।

আজ শুক্রবার সকাল ১০টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী ছিলেন। এলাকায় শান্তশিষ্ট যুবক হিসেবে পরিচিত। রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে সিলেটের এক তরুণী সঙ্গে সাইফুল খা’র পরিচয় হয়। পরিচয়ের সূত্রে এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইদানিং সাইফুল কুমিল্লা জেলায় কাজ করতে যাওয়ার পর থেকে সাইফুল ও ওই তরুনীর মধ্যে মান-অভিমান চলছিল।

ঘটনার সময় তরুনীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে মোবাইল কল চালু রেখেই সাইফুল খা বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোন তরুনীর সঙ্গে মোবাইল ফোনে কী কথা হয়েছিল, তা তদন্তের মাধ্যমে বের করা হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।