ত্রাণ সহায়তা দিতে বরিশাল ও খুলনা বিভাগে যাচ্ছে বিএনপি
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তায় দিতে শিগগির বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় যাচ্ছে বিএনপি। এ জন্য খুলনা ও বরিশাল বিভাগীয় উপকমিটি গঠন করা হয়েছে।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ উপকমিটি টিম গঠন করে সরেজমিনে নিহত, আহতসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা করবে। এ জন্য কেন্দ্রীয়ভাবে একটি অর্থ-কমিটিও গঠন করেছে দলটি। এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় দলের সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধি এবং স্থানীয় নেতাদের সমন্বয়ে একাধিক টিম গঠনের সিদ্ধান্ত নেওয়ঢা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অন্যদিকে, জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টর অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (ড্যাব) ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের সমন্বয়ে মেডিকেল টিম গঠন এবং বিশুদ্ধ পানি, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত এলাকায় বিতরণ করা হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গত বুধবার গুলশনের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও পুর্নবাসন উপকমিটি বৈঠকও করেছে। এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসম্পাদক, সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাসহ মোট ৪৫ জন নেতা অংশ নেন।