সাবেক এমপির স্ত্রীকে হত্যার ১৩ বছর পর ইলেকট্রিশিয়ান গ্রেপ্তার

সাভার প্রতিনিধি
৩১ মে ২০২৪, ২১:৩১
শেয়ার :
সাবেক এমপির স্ত্রীকে হত্যার ১৩ বছর পর ইলেকট্রিশিয়ান গ্রেপ্তার

সাভারের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত সামছুদোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিস হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে সুবল কুমার রায় (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনশন (পিবিআই)।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ দোকান থেকে একটি মাইক্রোবাসে আসা একদল ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। আজ শুক্রবার সুবলকে আদালতে তোলার পর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

সুবল কুমার রায় সাভার মডেল থানায় দীর্ঘ ২৫ বছর ধরে ইলেকট্রিশিয়ানের পাশাপাশি থানার সামনে একটি ইলেকট্রিকের দোকানও পরিচালনা করতেন।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, ‘সাবেক সংসদ সদস্যের স্ত্রী হত্যাকাণ্ডে সুবলকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ 

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জুনে সাভার মডেল থানা সংলগ্ন দক্ষিণপাড়ায় নিজ বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সাভারের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা প্রয়াত সামছুদোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান। পরে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। ঘটনার পরদিন বিকেলে এ ঘটনায় নিহতের ছোটভাই শফিউর রহমান খান বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন। তবে মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সে সময় পুলিশ সেলিমা খান মজলিসের নাতনি তিলোত্তমা খান মজলিসের স্বামী আবুল কালাম আজাদ (৩২), তার খালাতো ভাই সেলিম (২৬), গৃহপরিচারক শরজিৎ সরকার (৩২) ও তার স্বামী হরিপদ সরকারকে (৪০) আটক করে। তবে বিষয়টি নানা তদন্ত সংস্থার হাত বদল হলেও শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো জট আর খোলেনি।

দীর্ঘ চার বছর তদন্ত শেষে ২০১৫ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যাকাণ্ডে কারও সম্পৃক্ততা না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এতে পরিবারের কেউ নারাজির আবেদন ও করেননি। তাই আদালত মামলার সব নথি সাভার থানায় পাঠিয়ে দিয়ে তা ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। তবে পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলাটির অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়।