১৯ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না
জয়পুরহাটের কালাইয়ে আবু সালাম নামের এক ভ্যানচালক হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে ১৯ বছর পালিয়ে ছিলেন তিনি।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৩ জানুয়ারি কালাই পৌরসভার আওড়া মহল্লায় ভ্যানচালক আবু সালাম সরদারকে হত্যা করা হয়। উপজেলার দূর্গাদহ গ্রামের বাসিন্দা আবু সালামের ভ্যানে ওইদিন দূর্গাদহ বাজার থেকে কালাইয়ের আওড়া গ্রামে আসেন আসামিরা। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস ছাত্তার ২০০৫ সালের ৯ জুলাই তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে গত ৭ মে দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম অভিযুক্ত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে দণ্ড পাওয়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও হারুন অর রশিদ হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, মামলার রায় হওয়ার পর থেকেই পলাতক আসামি গ্রেপ্তারে নজরদারি বাড়ায় পুলিশ। আজ শুক্রবার দুপুরে শিমুলতলী এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।