সমকামিতার বিপক্ষে অবস্থান নেওয়ায় নিষিদ্ধ হলেন মুসলিম ফুটবলার

অনলাইন ডেস্ক
৩১ মে ২০২৪, ১৮:৫৪
শেয়ার :
সমকামিতার বিপক্ষে অবস্থান নেওয়ায় নিষিদ্ধ হলেন মুসলিম ফুটবলার

জার্সিতে থাকা সমকামভীতি বিরোধী বার্তা সংবলিত লোগো ঢেকে মাঠে নেমে নিষিদ্ধ হলেন লিগ ওয়ানের দল মোনাকোর মিডফিল্ডার মোহামেদ কামরা। ফরাসি এ লিগ থেকে থেকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মালির ২৪ বছর বয়সী ফুটবলার কামারা গত ১৯ জুলাই মোনাকোর হয়ে ন্যান্টেসের বিপক্ষে মাঠে নামার সময় সমকামভীতি বিরোধী বার্তা সংবলিত লোগোর ওপর সাদা টেপ মেরে রাখেন। ওই ম্যাচে ৪-০ গোলে জিতেছিল মোনাকো। 

এক বিবৃতিতে লিগ ডে ফুটবল প্রফেশনাল (এলএফপি) জানিয়েছে, কামারার শুনানি ও সমকামভীতি বিরোধী সচেতনতা বৃদ্ধির বার্তা বহনে এ ফুটবলারের অস্বীকৃতি জানানোর পর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

গত সপ্তাহে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউডেআ-ক্যাস্টেরা ফরাসি রেডিও চ্যানেল আরটিএলকে বলেছিলেন, কামারার বিরুদ্ধে ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করা হবে।