মার্কিন জাহাজে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের এক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। আজ শুক্রবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার দায় স্বীকার করে।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানোসামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরাও। এরপর থেকে নিয়মিত লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত এই গোষ্ঠী।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
শুক্রবার সারি বলেন, ইয়েমেনি প্রদেশে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ হামলায় ১৬ জন নিহত হওয়ার জবাবে তারা এই হামলা চালিয়েছে।
তবে জাহাজে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস