ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের আরও এক দেশ
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের আরও এক দেশ। ইউরোপের দেশ স্লোভেনিয়া এই গতকাল বৃহস্পতিবার এই অবস্থানের কথা জানায়।
দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত বন্ধসহ সব জিম্মির মুক্তি চেয়েছেন। তিনি বলেন, আজ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়ার সরকার। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আগামী মঙ্গলবার পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে বলে জানিয়েছেন দেশটির স্পিকার আর্সকা ক্লাকোচার জুপানসিস।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর আগে মঙ্গলবার একযোগে ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস