আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
৩১ মে ২০২৪, ০৯:৪১
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি:

সকাল ৮টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে (হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। 

এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ক্লাবে ৩৩তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

পরিবেশমন্ত্রীর কর্মসূচি:

বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘আন্তর্জাতিক এভারেস্ট দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে ‘মাউন্টেন মেমোরিজ: কানেক্টিং পিকস্ অ্যান্ড পিপল’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সভাপতিত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করবেন।

ওবায়দুল কাদেরের কর্মসূচি:

বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে ব্রিফিং করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির কর্মসূচি:

বিএনপর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদজুমা নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরাসহ মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা।

এর আগে সকাল ১০টায় নয়াপল্টনে কেন্দ্রীয় অফিস প্রাঙ্গণে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জেএসডির কর্মসূচি:

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জেএসডি।

এবি পার্টির কর্মসূচি:

বিকেল ৪টায় বিজয় নগরে দলীয় অফিসের সামনে বিজয় একাত্তর চত্বরে বিক্ষোভ মিছিল করবে এবি পার্টি।

এফডিসিতে কর্মসূচি:

সকাল ১০টায় এফডিসিতে (৮ নং-ফ্লোর) ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন নিরসন নিয়ে আয়োজিত ছায়া সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কার দেবেন।