বিসিসি মেয়রকে নিয়ে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মাসুদ সিকদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে থানায় সাইবার আইনে একটি মামলা করেছেন। সেই মামলায় মাসুদ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাসুদ সিকদার তার ব্যক্তিগত ফেসবুকে বরিশাল সিটি করপোরেশন এবং এর মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে অপপ্রচার চালিয়েছেন। সেই সব ঘটনা উল্লেখ করে মামলা করেন বিসিসির জনসংযোগ কর্মকর্তা।
মাসুদ সিকদার তার ফেসবুক প্রোফাইলে গত ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত মোট ৭টি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টগুলোর মধ্যে একটিতে লিখেছেন, ‘ঘূর্ণিঝড় রেমাল চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেল, বরিশাল সিটি কর্পোরেশন অভিভাবকশূন্য’। আরেকটি পোস্টে লিখেছেন, ‘নতুন বরিশালের অঙ্গীকার, জনগণের মধ্যে হাহাকার!’
উল্লেখ্য, গ্রেপ্তার মাসুদ সিকদার বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ড স্টেডিয়াম এলাকায় বসবাস করেন। তিনি ইতোপূর্বে বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করে জামানত হারিয়েছেন। তার সাথে বাকেরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার বিরোধ চলছে। এই জনপ্রতিনিধিও মাসুদ সিকদারের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা করেছেন, যা তদন্তধীন আছে।
মাসুদ সিকদার নিজেকে মহানগর যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিলেও তার কোনো সাংগঠনিক পদ নেই বলে নিশ্চিত করেছে জেলা ও মহানগর যুবলীগ।