সম্পত্তি ভাগাভাগির জেরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছেলে-মেয়েদের মাঝে সম্পত্তি ভাগাভাগির জেরে বৃদ্ধ স্বামী আব্দুর রহিমের (৭৫) ছুরিকাঘাতে সালেহা (৬০) খাতুন নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছুরিকাঘাতে মেয়ে রোকেয়া বেগম (৩২) গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুর রহিম দেলী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত রোকেয়া বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, আজ সকালে আব্দুর রহিম ছেলে-মেয়েদের মাঝে সম্পত্তি ভাগাভাগি নিয়ে তার মেয়ে রোকেয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন। পরে রাগ সামলাতে না পেরে হাতের কাছে থাকা ছুরি দিয়ে মেয়েকে আঘাত করেন আব্দুর রহিম। এ সময় মেয়েকে বাঁচাতে মা সালেহা বেগম এসে সামনে দাঁড়ালে আব্দুর রহিমের ছুরিকাঘাতে মা-মেয়ে দুজনই গুরুতর আহত হন।
এ সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মা-মেয়েকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কুমিল্লায় নেওয়ার পথে সালেহা বেগম মারা যান।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহাম্মেদ বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধ আব্দুর রহিমকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’