যাত্রীবাহী বাস খাদে, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৪, ১৮:০২
শেয়ার :
যাত্রীবাহী বাস খাদে, নিহত ২১

ভারতের জম্মুতে এক যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। আজ বৃহস্পতিবার জম্মুর আখনুরে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এ ক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চৌকি চৌরা ও ভামবলার মাঝামাঝি আখনুরের কাছে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এখনো উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েচে।

জম্মু ও কাশ্মীরের পরিবহন কমিশনার রাজিন্দর সিং তারা জানিয়েছেন, ‘বাসটি শিব খোরির দিকে যাচ্ছিল। এখানে রাস্তা খুবই সাধারণ এবং কোনও অসুবিধা হওয়ার কথা ছিল না, তবে সম্ভবত ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল।’

তিনি বলেন,বাসটি মোড় নেওয়ার পরিবর্তে সোজা চলে যায় এবং তারপরে নিচে খাদে গিয়ে পড়ে।  আহতদের আখনুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের জম্মুতে রেফার করা হচ্ছে।”

জানা গেছে, বাসটি উত্তরপ্রদেশের হাথরস থেকে  রওনা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে বাসের মধ্যে অনেকের দেহ আটকে পড়েছিল, পুলিশ অনেক চেষ্টার পর মৃতদের বের করে আনে।