ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক
৩০ মে ২০২৪, ১৭:৪৫
শেয়ার :
ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক কারামুক্ত

জামিনে কারামুক্ত হয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

কারাফটকের বাইরে আশফাককে স্বাগত জানান বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাইনুল হোসেন বিল্টু, শামসুল আলম, জেলা যুবদলের হাশেম প্রমুখ।

গত ২০ মে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির এই নেতা। তবে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান বিচারক। তারপর থেকে তিনি কারাগারেই ছিলেন।