আন্তর্জাতিক ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন এইচ.এম. হাকিম আলী
আন্তর্জাতিক ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের পর্যটনের জনক এইচ এম হাকিম আলী। গতকাল বুধবার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত একটি অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের থেকে আন্তর্জাতিক ট্যুরিজম অ্যাওয়ার্ড গ্রহণ করেন এইচ এম হাকিম আলী।
টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (ডিজি) বিভিন্ন ক্ষেত্রে পর্যটনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০ জন ব্যক্তি ও সংস্থাকে সম্মানিত করেছে। বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ বাণিজ্য সংগঠন অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব)। গতকাল এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা করেছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
টোয়াবের প্রতিষ্ঠাতা সদস্য এবং টোয়াবের প্রতিষ্ঠা ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?