রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাঁজা বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার যুবক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজা বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করলে মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ বৃহস্পতিবার নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ বলেন, ‘৫০ গ্রাম গাজাঁসহ শাওন নামের এক যুবককে আটক করেছে প্রক্টরিয়াল টিম। পরে আমাদের কাছে হস্তান্তর করলে মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
গ্রেপ্তার মো. শাওন নগরীর বিনোদপুরের মন্ডলের মোড় এলাকার বাসিন্দা। ক্যাম্পাসের নবাব আব্দুল লতিফ হল সংলগ্ন এলাকায় কলার ব্যবসা করতেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘মাদকসহ এক বহিরাগতকে ক্যাম্পাসে আটক করা হয়। তাকে আইনি ব্যবস্থা নিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’