ত্রিশালের নতুন চেয়ারম্যান হলেন আনোয়ার সাদত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
৩০ মে ২০২৪, ০০:৪৯
শেয়ার :
ত্রিশালের নতুন চেয়ারম্যান হলেন আনোয়ার সাদত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনোয়ার সাদত। তারা বাবা সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল খালেকও ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। নির্বাচিত হয়ে আনোয়ার সাদত বলেছেন, বাবার দেখানো পথে তিনি মানুষের সেবা করবেন।  

এর আগে বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। সন্ধ্যার পর থেকে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কেন্দ্রগুলো থেকে ফলাফল আসা শুরু করে। রাত ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রাথমিক ফলাফল ঘোষণা শুরু হয়। তৃতীয় ধাপে ত্রিশাল উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

রাত ১০টায় প্রাথমিক ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। ঘোষিত ফলাফলে আনোয়ার সাদাত আনোয়ার (কাপ পিরিচ) প্রতীক নিয়ে ৩৯ হাজার ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সদ্য বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের ছেলে উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল। তিনি ৩১ হাজার ৮৯০ ভোট পেয়েছেন। 

এ ছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিন ইসলাম চায়না নির্বাচিত হয়েছেন।