আজ রিমালের ক্ষত দেখতে কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এমএম ইমরুল কায়েস রানা জানান, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন। এ জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাটা পরিদর্শন শেষে খেকুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন স্থানে হেলিপ্যাডে অবতরণ করবেন। ১২টা ৩০ মিনিটে সরকারি মোজাহার উদ্দিন বিশ^াস ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ করবেন। ১টা ৩০ মিনিটে শহীদ শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন। এ ছাড়া বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। পটুয়াখালী জেলায় রিমালের এ পর্যন্ত ৩,২৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ ও ১,৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে। এ ছাড়া কৃষি খাতে ২৬ কোটি টাকার এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?