৪ বন্ধু মিলে অপহরণ করা সেই কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর
ঢাকার ডেমরা থেকে অপহৃত মো. হোসাইন বিজয়কে (১৭) উদ্ধারের পর আদালতের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে বিজয়কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মোবাইল হাতিয়ে নিতে বিজয়ের চার বন্ধু মিলে তাকে অপহরণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিজয়ের ২৩ হাজার টাকা মূল্যের মোবাইল হাতিয়ে নিতে গত ২৩ মে তার দুই বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যান। অপহরণের পর ডেমরা থানা পুলিশের অভিযানে গত ২৭ মে সোমবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে সানারপাড় এলাকা থেকে বিজয়কে উদ্ধার করা হয়। এ সময় অসুস্থ্য থাকায় ওই রাতেই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (কিশোর) হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত বিজয়ের চার বন্ধুর দুজনকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও দুজন মো. ইমন (২০) ও বাবু (২০) পলাতক রয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, গত ২৩ মে দুপুরে ডেমরার গলাকাটা এলাকার নিজ বাড়ি থেকে বিজয়কে ডেকে নিয়ে যান গ্রেপ্তার হওয়া আসামি তানজিম ও ইমন। তারপর বিজয় আর বাসায় ফিরেনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওই বিজয়ের দুই বন্ধু তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। পরে পুলিশ তদন্ত করে মামলার ৩ দিন পর বিজয়কে উদ্ধার করে।