দক্ষতার সাথে ঘূর্ণিঝড় রিমালকে মোকাবিলা করেছি: ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘূর্ণিঝড় রিমালকে খুব দক্ষতার সাথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। পৃথিবীর ভিতরে সবচেয়ে কম ক্ষয়ক্ষতির মধ্যে আমরা ঘূর্ণিঝড় রিমালকে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।
আজ বুধবার দুপুরে ভোলার চরফ্যাশনে টিভি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এসব কথ বলেন।
তিনি বলেন, দুর্যোগ মন্ত্রণালয়কে পৃথিবীতে একটি মডেল হিসেবে দার করিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানেই দুর্যোগ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে দুর্যোগ কবলিত মানুষের পাশে গিয়ে হাজির হয়েছি।
আপনারা জানেন নেপালে দুর্যোগ হয়েছিল সেখানেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয় সেখানেও হাজির হয়েছে। সুতরাং পৃথিবীতে একটা রোল মডেল হিসেবে বাংলাদেশের দুর্যোগ মন্ত্রণালয়ের সুনাম রয়েছে। সেই সুনামকে কাজে লাগিয়ে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমালকে খুব দক্ষতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।
এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাবার প্যাকেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভোলা -৪ আসনের এমপি ও নৌ পরিবহন ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান প্রমুখ।