র্যাবের নতুন মহাপরিচালক হারুন অর রশিদ
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ। এতে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ৫ জুন থেকে কার্যকর হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত রয়েছেন। তিনি র্যাবের বর্তমান ডিজি এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?