পরিবারের ৮ জনকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা
ঘুমিয়ে থাকা অবস্থায় পরিবারের আট সদস্যকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন। এরপর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন যুবক। ভারতের মধ্যপ্রদেশে মঙ্গলবার গভীর রাতে ঘটেছে মর্মান্তিক এই ঘটনাটি।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই যুবকের নাম দিনেশ। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ জানায়, কী কারণে খুন, তা এখনও জানা যায়নি ৷ তদন্ত চলছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
দিনেশ প্রথমে তার স্ত্রী বর্ষাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ৷ এরপর মা সিয়াবাই (৫৫), ভাই শ্রাবণ(৩৫), ভাবী বারোতোভাই(৩০), বোন পার্বতী (১৬), ও পাঁচ বছরের ভাতিঝা কৃষ্ণা, চার বছরের ভাইঝি সেন্তি ও এক বছরের শিশু ভাতিঝি দীপকেও হত্যা করে ৷
দিনেশের হামলায় আহত হয় ১০ বছরের এক প্রতিবেশী শিশু। রাতে চিৎকারের শব্দ শুনে দিনেশের বাড়িতে প্রবেশ করেছিল প্রতিবেশী। শিশুকে দেখেই তেড়ে যায় দিনেশ। কোনোরকমে পালিয়ে প্রাণে বাঁচে শিশুটি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
পুলিশ সুপার মনীশ খাত্রী বলেছেন, ‘গত ২১ মে বিয়ে হয়েছিল দিনেশের। প্রাথমিকভাবে অনুমান, ওই ব্যক্তি মানসিক অবসাদগ্রস্থ হতে পারেন ৷ অবসাদ থেকেই এই নৃশংস খুনের ঘটনা ঘটিয়েছেন ৷ তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ ওই ব্যক্তি সত্যই মানসিকভাবে অবসাদ গ্রস্থ ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷’