গরমের রেকর্ড ভাঙল দিল্লি, তাপমাত্রা ছাড়াল ৫২ ডিগ্রি
তীব্র গরমে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লির বাসিন্দারা। দেশটির ইতিহাসে আজ বুধবার সেখানে সর্বোচ্চ গরম পড়েছে। আজ সেখানে তাপমাত্রা ছিল ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশপুর এবং উত্তর দিল্লির নারেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সবকিছু মিলিয়ে দিল্লিতে তাপমাত্রা দিনদিন বাড়ছে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার রাজধানী শহরে ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা এর আগে কখনও হয়নি। দুপুর আড়াইটার দিকে দিল্লির মুঙ্গেশপুরে তাপমাত্রার পারদ পৌঁছেছিল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে৷
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গরমের সঙ্গে সঙ্গে দিল্লিতে বেড়েছে বিদ্যুতের চাহিদা৷ এদিন দুপুর পর্যন্ত ৮ হাজার ৩০২ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিভাগ।
ভারতের পশ্চিমাংশেও বহাল একই রকম তাপপ্রবাহের পরিস্থিতি। রাজস্থানের ফালোডিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস, হরিয়াণার সারসায় ৫০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, আগামী ৩০ মে’র পর থেকে উত্তরভারতে ধীরে ধীরে কমবে তাপপ্রবাহের পরিস্থিতি।