ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৪, ১৭:০২
শেয়ার :
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেবে বিএনপি

দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ বুধবার গুলশনের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা, দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

বৈঠক সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কোন উপজেলায় কী ধরনের ক্ষতি হয়েছে, কী ধরনের সহায়তা প্রয়োজন- তার একটি তালিকা প্রস্তুত করতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর বিভাগীয় টিমের সঙ্গে বৈঠক করে কোন এলাকায় কবে ত্রাণ দেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে বিদেশে অবস্থান করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ উপকমিটির প্রধান ইকবাল হাসান মাহমুদ টুকু ভার্চ্যুয়ালি অংশ নেন। এতে আরও অংশ নেন বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি নেতা ফরহাদ হালিম ডোনার, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, রশিদুজ্জামান মিল্লাত, আব্দুস সালাম আজাদ, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, রকিবুল ইসলাম বকুল, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আকরামুল হাসান, সাইফ মাহমুদ জুয়েল শফিকুল হক মিলন অর্ধশতাধিক নেতা।