ভোটকেন্দ্রের সামনে প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাত

রাজশাহী ব্যুরো
২৯ মে ২০২৪, ১৪:৫৪
শেয়ার :
ভোটকেন্দ্রের সামনে প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাত

প্রশাসককে অভিযোগ জানান এমদাদুল হক

রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাত করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে ভোট গ্রহণ চলাকালে উপজেলার পারিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। 

আহত আব্দুল মোমিন (৩০) পারিলা ইউনিয়নের চকপাড়া গ্রামের শুকুর আলী ওরফে শুকটার ছেলে। তিনি ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের সমর্থক। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাবলুর সমর্থকেরা মোমিনকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ করেন ঘোড়া প্রতীকের প্রার্থী এমদাদুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোমিনসহ আরও কয়েকজন ঘোড়া প্রতীকের প্রার্থী সমর্থক অটোরিকশায় চড়ে ভোটকেন্দ্রে আসেন। এ সময় ভোটকেন্দ্রের সামনে আনারস প্রতীকের সমর্থক পাভেল, পুলক, স্বদেশ, সাইম, শাওন, ফরহাদুল, সাগর, হৃদয়, জাকির, মনি, মোসাব্বির, সোহানসহ প্রায় ২০-২৫ জন মোমিনকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অভিযোগের বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাবলুর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

এমদাদুল হক দাবি করেন, ফারুক হোসেন ডাবলুর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে।

ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার গোলাম রাব্বানী বলেন, কেন্দ্রের বাইরে কি হয়েছে তা তিনি জানেন না। কেন্দ্রের ভেতরে কিছু হয়নি। কেন্দ্রটিতে মোট ভোটার ৪ হাজার ২৫৭ জন। দুপুর ১২টা পর্যন্ত ৯২২ জন ভোট দিয়েছেন।