স্মৃতিতে হুমায়ুন ফরীদি, প্রচ্ছদশিল্পী বন্ধু আফজাল হোসেন
দেশের অভিনয় জগতের দুই উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন ফরীদি ও আফজাল হোসেন। তাদের দুজনের গভীর বন্ধুত্বের কথাও অনেকেরই জানা। দুজনেই ছিলেন ঢাকা থিয়েটারে। সেখান থেকেই তাদের পরিচয়। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ফরীদি। বিভিন্ন সাক্ষাৎকারে বন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করেছেন আফজাল হোসেন। এবার ফরীদির স্মরণে প্রকাশিতব্য একটি বইয়ের প্রচ্ছদ করলেন গুণী এই অভিনেতা।
আজ বুধবার হুমায়ুন ফরীদির জন্মবার্ষিকী। বিশেষ এদিনেই প্রকাশ পেতে যাচ্ছে ‘হুমায়ূন ফরীদি সাধারণ এক অসাধারণ’ নামের বইটি। আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় এর প্রচ্ছদ করেছেন আফজাল হোসেন। বইটিতে ফরীদিকে নিয়ে স্মৃতিচারণা করেছেন ৬০ জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। যারা ছিলেন প্রয়াত অভিনেতার কাছের মানুষজন।
বইটি প্রসঙ্গে আহমেদ রেজাউর রহমান বলেন, ‘হুমায়ুন ফরীদির জীবনযাপন বা অভিনয়ের বন্ধুরাই লিখেছেন তাকে নিয়ে। আমি লেখাগুলো সম্পাদনা করেছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি জানান, লেখক তালিকায় প্রচ্ছদশিল্পী আফজাল হোসেন যেমন আছেন, তেমনি আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, অভিনেত্রী ফেরদৌসি মজুমদার, কথাসাহিত্যিক-সাংবাদিক ইমদাদুল হক মিলনসহ অনেকেই।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এ ছাড়া আছেন জয়া আহসান, আফরান নিশো, জিতু আহসানসহ অনেকের লেখা। রয়েছে অভিনেতার পরিবারের সদস্যদের লেখাও।
জানা গেছে, আজ হুমায়ুন ফরীদির জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় বিকেলে ‘হুমায়ূন ফরীদি সাধারণ এক অসাধারণ’র মোড়ক উন্মোচন হবে। অনুষ্ঠানে সিনেমা, মঞ্চ, টেলিভিশনের ব্যক্তিত্বরা উপস্থিত থেকে এই কীর্তিমান অভিনেতাকে স্মরণ করবেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’