কলকাতায় যাওয়া নিয়ে যা বললেন আনারকন্যা ডরিন

অনলাইন ডেস্ক
২৯ মে ২০২৪, ১৪:০৯
শেয়ার :
কলকাতায় যাওয়া নিয়ে যা বললেন আনারকন্যা ডরিন

কলকাতার যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুন হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে বেশকিছু মাংসের টুকরা উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডিত অংশ কি না, তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেছেন, এখন এসব মাংসের টুকরার ডিএনএ পরীক্ষা করা হবে। তারপর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। 

এদিকে কলকাতায় যাওয়ার ভিসা জটিলতায় আটকে আছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আজ বুধবার এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এমপি আনারের মেয়ে। 

তিনি বলেন, ‘মরদেহের খণ্ডাংশ উদ্ধারের খবর মিডিয়ায় দেখেছি। আনুষ্ঠানিকভাবে ওই খণ্ডাংশ বাবার কিনা সেটি নিশ্চিত করেনি পুলিশ। আমার ভারতীয় ভিসা আজ হতে পারে। ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য কলকাতা পুলিশ ডাকলে অবশ্যই যাবো। ডিএনএ টেস্টের জন্য আমাকে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি।’

ডরিন আরও জানান, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তিনি সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান। বাবার হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা গভীর তদন্তেরও দাবি জানান তিনি।

বুধবার সকালে কালীগঞ্জে এমপির বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে ডরিন।