এমপি আনার হত্যা: শিমুলের সহযোগী সাইফুল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
২৯ মে ২০২৪, ০৮:৪০
শেয়ার :
এমপি আনার হত্যা: শিমুলের সহযোগী সাইফুল গ্রেপ্তার

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী সাইফুল আলম মেম্বারকে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মাছের মৎস্য হ্যাচারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে কয়েকদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরসহ মোবাইল ফোন ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, ‘সাইফুল আলম মেম্বার চরমপন্থি শিমুল ভুঁইয়ার ‌‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। যশোরের উদয় শঙ্কর হত্যা, রাকিব হত্যা, সুব্রত হত্যা মামলায় দুটিতে চার্জশিটভুক্ত আসামি ও একটিতে পলাতক আসামি তিনি। আনার হত্যার ঘটনায় অভিযান শুরু করলে সাইফুল আত্মগোপনে চলে যান। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে একটি মৎস্য হ্যাচারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই মফিজুল বলেন, ‘এমপি আনার হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখবো। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’