আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৯ মে ২০২৪, ০৮:৩৮
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপন ও বিশ্ব শান্তিরক্ষী শাহাদাত বরণকারী এবং আহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা ১১টায় এই অনুষ্ঠান শুরু হবে।

ওবায়দুল কাদেরের কর্মসূচি

বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডিতে ব্রিফিং করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তথ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি

দুপুর ২টায় তথ্য ভবনের অডিটরিয়ামে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২৩ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিশেষ অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি কাজী কেরামত আলীর, সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, সিনিয়র সচিব। অনুষ্ঠনের সভাপত্ব করবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

নৌ প্রতিমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৫টায় শাহবাগে জাতীয় জাদুঘরে বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে প্রধান অতিথি থাকবেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

স্থানীয় সরকার মন্ত্রীর কর্মসূচি

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। সকালে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এর উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

পরবর্তীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শহীদ শান্তিরক্ষীদের নিকট-আত্মীয় ও আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন।

বিএনপির কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠিতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করবে বিএনপি। দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে এই সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় থাকবেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় নরসিংদীর পলাশ উপজেলায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

জাতীয় কমিটির সভা

দুপুর ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কল-কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। এতে থাকবেন- কমিটির সভাপতি সালমান এফ রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রীসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বইয়ের মোড়ক উন্মোচন

সন্ধ্যা ৬টায় গুলশানে বে'জ এজওয়াটারে স্থপতি কাশেফ চৌধুরীর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন এবং চিত্র প্রদর্শনী হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।