রাজধানীতে দেয়াল ধসে শ্রমিক নিহত
রাজধানীর বংশালের রথখোলা এলাকায় নির্মাণাধীন ভবনে দেয়াল ধসে মো. হাফিজ সিকদার (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
হাফিজ পটুয়াখালীর বাউফল উপজেলার মৃত সানু সিকদারের ছেলে। তিনি রাজধানীর দয়াগঞ্জ এলাকায় থাকতেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সত্যতা নিশ্চিত করে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, মঙ্গলবার সকালে বংশাল থানা এলাকার রথখোলা মোড় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ঘেষে মাটি খননের সময়ে তার ওপর প্রাচীরের দেয়াল ধসে পড়ে। এতে তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?