পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরশাসক কারা, জানালেন নোবেলজয়ী মারিয়া
মার্ক জাকারবার্গ, এলন মাস্কের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের মালিকেরা পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল বিজয়ী সাংবাদিক মারিয়া রেসা। তিনি বলেন, জাকারবার্গ ও মাস্ক প্রমাণ করে দিয়েছে যে আমরা যেই ভাষা, ‘সংস্কৃতি কিংবা ভৌগলিক অঞ্চলের বাসিন্দাই হয়ে থাকি না কেন আমাদের একইভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।‘
মার্কিন-ফিলিপিনো এই সাংবাদিক বহু বছর ধরে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তের প্রশাসনের নিপীড়নের শিকার হয়েছেন। তবে তার দাবি, মাস্ক কিংবা জাকারবার্গের তুলনায় দুয়ের্তে খুবই ছোট স্বৈরশাসক।
মারিয়া রেসা বলেন, সোশ্যার মিডিয়া প্ল্যাটফর্ম এখন আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে। তারা যেভাবে চায় আমরা সেভাবেই পৃথিবীকে দেখি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি বলেন, ফিলিপাইনে লড়াই ছিল ধনী-গরীবের। যুক্তরাষ্ট্রে ছিল বর্ণ নিয়ে। ব্ল্যাক লাইভ ম্যাটার নিয়ে এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয় যা বিশৃঙ্খলার তৈরি করে।
টেক প্রতিষ্ঠানগুলো ভয়,বিদ্বেষ ও ক্রোধ ছড়িয়ে দিচ্ছে উল্লেখ করে মারিয়া বলেন ব্যক্তিপর্যায় থেকে শুরু সামাজিক জবনে এর প্রভাব পড়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস