গত ১২ মাসে ২৬ দিন বেশি গরমে ভুগেছে বিশ্ববাসী
গত ১২ মাসে আগের চেয়ে ২৬ দিন বেশি তীব্র গরমে ভুগেছে বিশ্ববাসী। আজ মঙ্গলবার রেড ক্রস রেডেসেন্ট ক্লাইমেট সেন্টারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব মৃত্যু হয়ে থাকে তার পেছনে তীব্র গরমই সবচেয়ে বেশি দায়ী বলে জানিয়েছেন গবেষকরা। আর বিশ্বজুড়ে অনেক স্থানে দিন দিন এই গরম বেড়েই চলেছে।
এই গবেষণায় বিজ্ঞানীরা ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত তথ্য উপস্থাপন করেছে। এরপর ২০২৪ সালের ১৫ মে থেকে আগের ১২ মাসের হিসেব করা হয়েছে। কয়দিন তীব্র গরম পড়েছিল সেই হিসেব করেছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তারা বলছেন, মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়েই ২৬ দিন বেশি গরম অনুভূত হয়েছে। প্রত্যেকটি দিনের আলাদা করে হিসেবে রেখেছেন।
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপের্নিকাসের তথ্য অনুযায়ী ২০২৩ সাল ছিল ইতিহাসের উষ্ণতম বছর।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস