রাজধানীতে দুই নির্মাণশ্রমিক নিহত
রাজধানীতে পৃথক ঘটনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ডেমরার মুসলিম নগরে ও গতকাল সোমবার সদরঘাটের গোয়ালনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আয়তুল(৩৫) ও মো. মাসুদ (৩০)।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য দুই নির্মাণশ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীর ডেমরার মুসলিম নগরে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণাধীন বহুতল ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে যান আয়তুল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আয়তুল নেত্রকোনা জেলার মদন থানার বাসিন্দা। তিনি ডেমড়া মাতুয়াইল মুসলিম নগর এলাকায় থাকতেন।
অপরদিকে, গতকাল সোমবার রাত ১১টায় সদরঘাটের গোয়ালনগর এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় সিঁড়ি থেকে পা পিছলে ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান নির্মাণশ্রমিক মো. মাসুদ। পরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাটিলা পাড়া গ্রামের বাসিন্দা মাসুদ। তিনি সদরঘাট গোয়ালনগর রায় সাহেব বাজার নির্মাণাধীন ভবনে থাকতেন।