আফসানা মিমির ক্রিকেটার হয়ে ওঠার গল্প
দেশবরেণ্য অভিনেত্রী আফসানা মিমি। অভিনয়গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বহু আগেই। এরপর পা রেখেছেন নির্মাণে। অভিনয়ের পাশাপাশি বহু নাটকের নির্মাতা হিসেবে পাওয়া গেছে এই অভিনেত্রীকে। তারই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করলেন ওয়েব ফিল্ম। নাম ‘অব দ্য মার্ক’। আর তার এবারের গল্পটি ক্রিকেট খেলাকে ঘিরে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর ট্রেলার। দেড় মিনিটের ট্রেলারে দীপু নামে একটি ছেলের ক্রিকেটার হয়ে ওঠার গল্প ফুটে উঠেছে। যে ছেলেটা পৃথিবীর বুকে দেশের পতাকা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার এত দূর আসার পথটা যে মসৃণ ছিল না তা দেখানো হয়েছে এতে। বাবার অমত, মায়ের সমর্থন, কিছু মানুষের অনুপ্রেরণায় এগিয়ে চলে সে। পথে আসে নানা বাধা। তবু থেকে যায় না দীপু।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘অব দ্য মার্ক’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন আরহাম, মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমী, আরিবা, শমো, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম, আবু তাহের, ওয়াহিদ মুরাদ ও সৌম্য জ্যোতি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত গ্রিন স্ক্রিন নির্মিত ‘অব দ্য মার্ক’ মুক্তি পাবে আগামী ৩০ মে আইস্ক্রিনে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’