বিমানে বোমাতঙ্ক, দ্রুত যাত্রীদের নামিয়ে চলল তল্লাশি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৪, ১১:৪২
শেয়ার :
বিমানে বোমাতঙ্ক, দ্রুত যাত্রীদের নামিয়ে চলল তল্লাশি (ভিডিও)

স্কুল, হোটেল, হাসপাতালের পাশাপাশি একাধিক বিমানবন্দরের পর এবার ভারতে একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। আকাশে ওড়ার আগেই রানওয়েতে থামানো হয় দিল্লি থেকে বারাণসীগামী বিমানটি। জরুরি ভিত্তিতে বিমানের সকল যাত্রীকে নামিয়ে চলে তল্লাশি অভিযান। 

গতকাল সোমবার সকালে এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয় দিল্লি বিমানবন্দরে।

জানা গিয়েছে, সব প্রস্তুতি সারার পর দিল্লি থেকে বারাণসীর উদ্দেশে রওনা দিতে রানওয়েতে নেমেছিল ইন্ডিগোর ৬ই২২১১ বিমান। তখন সকাল ৫টা ৪০ মিনিট নাগাদ বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে। যেখানে বলা হয়, ওই বিমানে বোমা রাখা রয়েছে।

জানা যায়, বিমানের শৌচালয়ে একটি কাগজের টুকরো দেখতে পান ওই বিমানের পাইলট। যেখানে লেখা ছিল, ‘৩০ মিনিট পরে বোম ফুটবে’।

এমন বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হন পাইলট। খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষকে। দ্রুত বিমানের কাছে পৌঁছে যায় নিরাপত্তাবাহিনী। বিমানের এমারজেন্সি দরজা খুলে নামানো হয় যাত্রীদের। ছুটে আসে দমকল বিভাগ।

এদিকে বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হুমকি বার্তা আসার সঙ্গে সঙ্গে বিমান খালি করে তল্লাশি অভিযান চলে। তবে সন্দেহজনক কিছুই খুঁজে পাইনি তারা। পরে পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়। 

যদিও এ ধরনের বোমাতঙ্ক প্রথমবার নয়, গত ১৫ মে দিল্লি বিমানবন্দরেই এয়ার ইন্ডিয়ার বিমানে এমন কাগজের টুকরো মিলেছিল। যেখানে লেখা ছিল, বোমা রাখা রয়েছে বিমানে। পাশাপাশি গত মাসে দিল্লির একাধিক হাসপাতাল, বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। যদিও সব’কটি ক্ষেত্রেই তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।