৩০ বার এভারেস্ট জয় করেছেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৪, ১৬:০৫
শেয়ার :
৩০ বার এভারেস্ট জয় করেছেন যিনি

৩০তম বার এভারেস্টের চূড়া স্পর্শ করলেন নেপালি পর্বতারোহী। কামি রিতা শেরপা নামে এই পর্বতারোহীকে ‘এভারেস্ট ম্যান’ বলে ডাকা হয়। গত বুধবার ৩০ তম বার এভারেস্ট জয় করে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

৩০ বছর আগে প্রথমবার এভারেস্ট জয় করেছিলেন কামি রিতা। চলতি মাসের শুরুর দিকেই ২৯তম বার ওঠেন পৃথিবীর সর্বোচ্চ এই পর্বত শৃঙ্গে। তখন তিনি রেকর্ড গড়ার কথা ভাবেননি বলে জানান। কামি রিতা বলেন, তিনি শুধু নিজের কাজ করে যাচ্ছেন, কোনো রেকর্ড অর্জন তার লক্ষ্য নয়।

তবে রেকর্ড ঠিকই তার পায়ে ধরা দিয়েছে। তার ট্যুর গ্রুপ সেভেন সামিট ট্রেকস এর আয়োজন মিংমা শেরপা বুধবার বলেন, ‘কামি রিতা আবার এভারেস্ট জয় করেছেন। এই নিয়ে ৩০ বার এই অর্জন কলেন তিনি।’

১৯৯৪ সালে এভারেস্টে প্রথম ওঠেন কামি রিতা। এরপর থেকে প্রায় প্রতিবছরই তার হিমলয়ের চূড়ায় উঠেছেন। তিনি বলেন, রেকর্ড গড়তে পেরে আমি খুশি। তবে সব রেকর্ডই ভেঙে যায়। আমার এই অর্জনে নেপালকে বিশ্ব নতুন করে চিনছে, এই বিষয়টি আমার জন্য আনন্দদায়ক।