রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৪, ১৫:৪৩
শেয়ার :
রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীতে পৃথক ঘটনায় এক গৃহবধূ ও অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রাহিমা বেগম ও নুরু উদ্দিন।

আজ সোমবার ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, মোবাইল নিয়ে কথা কাটাকাটির জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে অটোচালক নুরু উদ্দিন(১৯) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সংবাদ পেয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব ঢাকা মেস তেলকল মোল্লা বাড়ির ভাড়া বাসা থেকে নুরু উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালে ঢামেক মর্গে পাঠান।

নোয়াখালী জেলার কবির হাট উপজেলার নলুয়া ভুঁইয়ার হাট গ্রামের বাসিন্দা নুরু উদ্দিন। তার স্ত্রী আনিকাকে নিয়ে মোল্লা বাড়িতে ভাড়া থাকতেন।

অপরদিকে, আজ সোমবার ভোরে উপ-পরিদর্শক (এসআই) কামরুন নাহার জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ সংবাদ পেয়ে মুরাদপুর হাইস্কুল রোড বাসা থেকে রাহিমা বেগম (২২) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।  

তিনি জানিয়েছেন, রাহিমা বেগমের ভাই জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে জানিয়েছেন, তার ভগ্নীপতি রাহিমা বেগমকে মেরে ফেলেছেন। এমন সংবাদের ভিত্তিতে ঐ বাসা থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, রাহিমা অনেকদিন ধরে অসুস্থ ছিল। আজ ভোরে স্বামী আল আমিন তার স্ত্রীকে ডাকাডাকি করেন। কোনো সারা শব্দ না দেওয়ায় তিনি তার স্বজনদের সংবাদ দেন। পরে তারা ঐ বাসায় গিয়ে রাহিমা বেগমকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা রাহিমা বেগম।