রিমালের তাণ্ডবে প্লাবিত কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৪, ১৫:৩৫
শেয়ার :
রিমালের তাণ্ডবে প্লাবিত কলকাতা

ঘূর্ণিঝড় রিমালের কারণে সৃষ্ট নিম্নচাপের ভারী বর্ষণে ডুবে গেছে ভারতের কলকাতার রাজপথ। প্রদেশের আবহাওয়া দপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৪৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার ওপর একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল রবিবার থেকে দফায় দফায় চলছে বৃষ্টি। সোমবার সকাল থেকে একবারও থামেনি বৃষ্টি। দিনভর কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঝোড়ো বাতাস বইছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ও উত্তর কলকাতার অনেক এলাকা তলিয়ে গেছে। হাঁটু জল জমেছে আলিপুরে। পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জের একাংশও এখন পানির নিচে। কলকাতা মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সামনেও পানি জমেছে। তার ফলে ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিবারের লোকজনেরা।

একাধিক জায়গায় গোড়া থেকে উপড়ে পড়েছে গাছ। ফলে রাস্তা বন্ধ হয়ে যানচলাচল ব্যাহত হচ্ছে। গাছ কেটে রাস্তা ফাঁকা করার কাজ চলছে। আবহাওয়া দপ্তরের মতে, বিকেলের পর থেকে কিছুটা উন্নতি হতে পারে আবহাওয়ার।