নতুন অধ্যায়ে পা রাখছেন বিপাশা
বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী বিপাশা বসু। এই অভিনেত্রী অসংখ্য সিনেমায় অভিনয় করে অনুরাগীদের মন জয় করেছেন বহু আগেই। অভিনয়ের পাশাপাশি এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন বিপাশা।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানা যায়, লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন বিপাশা।
বিপাশা জানিয়েছেন, একটি বই লিখবেন তিনি। তবে কোনো গল্প বা কোনও উপন্যাস নয়, বইটি তার স্মৃতিকথা। যে যে বিষয়গুলি তার জীবনের মোড় ঘুরিয়েছে, সেই বিষয়গুলি লিপিবদ্ধ করা হবে। পাশাপাশি, নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তাই পাঠাকের কাছে পৌঁছে দেবে বিপাশার বইটি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বিপাশা বলেন, ‘আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ’
বিপাশার এই বইটির শিরোনাম এখনও চূড়ান্ত নয়। বইটি আগামী বছর প্রকাশিত হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমার সেটে ‘দিল মিল গায়ে’ তারকা করণ সিং গ্রোভারের প্রেমে পড়েন বিপাশা। পরের বছরই বাঙালি রীতি মেনে এই পাঞ্জাবি মুন্ডার গলায় মালা দেন অভিনেত্রী। ২০২২ সালের ১২ নভেম্বর, ৪৩ বছর বয়সে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী বিপাশা বসু। মেয়ের নাম দেবী বসু সিং গ্রোভার।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’